৪৪তম বিসিএসের ৩৯৭৭ জন নিয়োগ পাবে নন-ক্যাডারে

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫ ১১:১১ এএম
আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১১:২৫ এএম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ক্যাডারে পর্যাপ্ত পদ না থাকায় যেসব প্রার্থীকে সুপারিশ করা সম্ভব হয়নি, তারা এখন ৯ম থেকে ১১তম গ্রেডভুক্ত নন-ক্যাডার পদে নিয়োগের সুযোগ পাবেন। এতে মোট ৩ হাজার ৯৭৭ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।

গতকাল মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১-এর লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি—এমন আগ্রহী প্রার্থীদের কাছ থেকে পছন্দক্রম আহ্বান করা হচ্ছে। ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩’ অনুযায়ী, প্রার্থীরা তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী মেধাক্রমের ভিত্তিতে বাছাইপূর্বক সুপারিশ করা হবে।

পিএসসির তথ্য অনুযায়ী, নন-ক্যাডার পদে মোট ৩৯৭৭ জন জনবল নিয়োগ করা হবে। এর মধ্যে নবম গ্রেডে ৫৮৭টি, দশম গ্রেডে ২ হাজার ৯৭৪টি এবং একাদশ গ্রেডে ৪১৬টি পদে সুপারিশ করা হবে।

এ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http:/bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যৌক্তিক প্রয়োজনে কমিশন প্রয়োজনীয় সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করে।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন এখানে

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর