মোহাম্মদপুরে বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫ ১১:০৩ এএম

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে বোনাসের দাবিতে সাইনেস্ট গ্রুপের হাজার হাজার গার্মেন্টসকর্মী আন্দোলন করছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তারা রাস্তায় নামে। দাবি আদায় না হওয়া পযর্ন্ত রাস্তা না ছাড়ার ঘোষণা শ্রমিকরা।

গার্মেন্টস শ্রমিকরা জানান, সাইনেস্ট গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে এবার ঈদে কোনো বোনাস দেওয়া হবে না। আমরা জানিয়েছি- অন্তত অর্ধ বোনাস দিন কিন্ত কর্তৃপক্ষ কোনো বোনাস দেবে না বলা জানিয়েছে। তাই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর