সস্ত্রীক বিদেশ যাওয়ার অনুমতি পেলেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান
নিষেধাজ্ঞা আরোপের এক মাস পূর্ণ হওয়ার আগেই বিদেশে যাওয়ার অনুমতি পেলেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার স্ত্রী আরজুদা করিম।
সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ প্রত্যাহার করে এ আদেশ দেন।
এর আগে একই আদালত গত ১৭ ফেব্রুয়ারি দুদকের আবেদনের প্রেক্ষিতে ওবায়দুল করিমসহ তার পরিবারের সদস্যদের বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, চিকিৎসা ও ওমরা হজ পালনের জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন ওবায়দুল করিম, তার স্ত্রী আরজুদা করিম ও মেয়ে জেরীন করিম। শুনানি শেষে আদালত ওবায়দুল করিম ও তার স্ত্রীর বিদেশ গমনে অনুমতি মঞ্জুর করেন।
আপনার মূল্যবান মতামত দিন: