রাজধানীতে ২৭ ডাকাতসহ গ্রেপ্তার ২৩৫

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২৭ ডাকাতসহ গ্রেপ্তার ২৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকেলে (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) ডিএমপি পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় রাতে ৩৪০ এবং দিনের বেলা ৩২৭টি টহল টিম দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করে ডিএমপি। ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে দুই পালায় সিটিটিসির ১৪টি, তিন পালায় অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এর ১২টি এবং ডিএমপির সাথে রাতে র্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে। এছাড়াও ডিএমপির সাথে পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন ২০টি চেকপোস্ট পরিচালনা করে।
ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৩৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে ২৭ জন ডাকাত, ১৮ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চারজন চাঁদাবাজ, নয় জন চোর,২২ জন চিহ্নিত মাদক কারবারি, ২০ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী। অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি বিদেশি রিভলভার, চার রাউন্ড গুলি, চারটি চাপাতি, চারটি চাকু, একটি সুইচ গিয়ার, একটি ছুরি, একটি ডেগার, একটি সেলাই রেঞ্জ, চার ভরি চার আনা স্বর্ণের গহনা, একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন ও নগদ দুই লাখ ৪৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ২৫ বোতল বিদেশি মদ, ৩ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ৪৮৪ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন। গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৬৫টি মামলা রুজু করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: