আরো ৪ দেশে প্রবাসীদের ভোটার করার অনুমতি পেল ইসি

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫ ১৩:০৮ পিএম

প্রবাসী বাংলাদেশি নাগরিকদের প্রবাসেই ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেয়ার কার্যক্রমে যুক্ত হলো আরো চার দেশ। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার দুপুরে ইসি এ সম্মতি পায়।

দেশগুলো হলো- বাহরাইন, সিঙ্গাপুর, স্পেন ও ফ্রান্স। এর আগে সৌদি আরবসহ আরও ১৫ দেশের প্রবাসীদের ভোটার করার সম্মতি পায় ইসি।

নির্বাচনের রোডম্যাপ অনুমোদন, প্রকাশ হতে পারে বৃহস্পতিবারনির্বাচনের রোডম্যাপ অনুমোদন, প্রকাশ হতে পারে বৃহস্পতিবার
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে এনআইডি অনুবিভাগের ডিজি এএসএম হুমায়ুন কবীর আমার দেশকে জানান, প্রবাসি বাংলাদেশিদের ভোটার করার বিষয়ে আরও চারটি দেশের অনুমতি পেয়েছি। এর আগে ১৫টি দেশের সম্মতি দেয়া আছে। সবমিলিয়ে ১৯টি দেশের সম্মতি পাওয়া গেলো। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পত্র দিয়ে আমাদের নিশ্চিত করেছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর