ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ
আসন্ন ঈদুল ফিতরে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৪ মার্চ। এদিন একযোগ অনলাইনে এবং কাউন্টার থেকে বাসের টিকিট পাবেন যাত্রীরা। ২৫ মার্চ থেকে ঈদযাত্রার ৭ দিনের টিকিট বিক্রি করা হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ঈদ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ।
শুক্রবার তিনি জানান, বাস মালিকরা ১৪ মার্চ থেকে ঈদের অগাম টিকিট অনলাইনে ও কাউন্টার থেকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এবার অনেক পরিবহন টিকিট অনলাইনে বিক্রি করবে, অনেকে কাউন্টার থেকেও বিক্রি করবে। উভয় মাধ্যমেই ঈদযাত্রার আগাম টিকিট নিতে পারবেন যাত্রীরা।
বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে জানিয়ে শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব মালিকদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে।
ঈদযাত্রায় আগের মতোই বাস চলাচল করবে জানিয়ে তিনি বলেন, মালিক সমিতির মনিটরিং টিম থাকবে টার্মিনালে, তারা কাজ করবে। ঢাকা থেকে বের হওয়ার মুখগুলোতে যানজটে এড়াতে প্রশাসনকে নজর দিতে হবে। নাইট কোচগুলোতে নিরাপত্তার স্বার্থে ভিডিও করে রেখে তারপরে গাড়ি ছাড়ার একটা পরিকল্পনা করা হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: