দেশের টাকা বিদেশে পাচারকারীরা জাতির শত্রু: ধর্ম উপদেষ্টা

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, তারা শুধু আইনের দৃষ্টিতে অপরাধী নয়, তারা জাতির শত্রু। দুপুরে সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘জাতির অর্থনৈতিক ক্ষতি যারা করেছে, তাদের কোনো ধরনের সহানুভূতির সুযোগ নেই। রাষ্ট্রের টাকা যারা লুট করে দেশের বাইরে পাচার করে, তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নেয়। এদের কঠোরহস্তে দমন করতে হবে। তাদের কোনো ক্ষমা নেই।
সভায় উপস্থিত উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে ড. খালিদ হোসেন বলেন, আপনারা দয়া করে লোকজনকে ফাইল নিয়ে ঘোরাঘুরি করাবেন না, ঘুষ খাবেন না। সরকারি সেবা নিতে এসে যেন কোনো সাধারণ মানুষ লাঞ্ছনার শিকার না হন। সরকারি চাকরিতে কোনো প্রভাব খাটানোর সুযোগ নয়, এটি একটি আমানত। জনগণের পয়সায় বেতন নিচ্ছেন, সুতরাং সেই জনগণের প্রতি আপনাদের দায়বদ্ধতা থাকা উচিত।
ড. খালিদ হোসেন বলেন, দেশকে এগিয়ে নিতে হলে প্রশাসনকে আরো দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব করতে হবে। উন্নয়নের সুফল যেন সবার ঘরে পৌঁছে যায়, সেটিই সরকারের চূড়ান্ত লক্ষ্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদ হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত নেতা এম ওয়াজেদ আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীন, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: