ইভিএম'র বিষয়ে নতুন যে তথ্য দিলো ইসি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামী কোনো নির্বাচনেই ইভিএম ব্যবহার করা হবে না। কারণ, রাজনৈতিক ঐক্যমত ও সংস্কার কমিশনের সুপারিশ, কারোর মত ইভিএমের পক্ষে নেই।
বৃহস্পতিবার নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম। জাতীয় নির্বাচনে ইভিএমের ব্যবহার হবে না। আজকে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি যে কোনো স্থানীয় নির্বাচনেও এটি ব্যবহৃত হবে না। অর্থাৎ সামনের কোনো নির্বাচনেই এই ইভিএম ব্যবহার হবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশে যেসব ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম আছে, সেগুলো নিয়ে এখন কী করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হবে।
প্রবাসী বাংলাদেশিরা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন বলেও জানান তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: