এনসিপিকে ‘শাপলা’ প্রতীক না দেয়ার কারণ জানাল ইসি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, সবকিছু বিবেচনা করে' শাপলাকে নির্বাচনি প্রতীক হিসেবে তালিকাভুক্ত করেনি নির্বাচন কমিশন। এই হলো ফাইনাল কথা।
বৃহস্পতিবার নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
শাপলা প্রতীক চেয়ে এবার দুটো রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে জানিয়ে তিনি বলেছেন, নিবন্ধিত রাজনৈতিক দল নাগরিক ঐক্য গত ১৭ জুন তাদের প্রতীক পরিবর্তন করার জন্য আবেদন করেছে। আর গত ২২শে জুন আবেদন করেছে নিবন্ধন প্রার্থী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
তিনি আরও জানান, সামনের কোনো নির্বাচনেই ইভিএম ব্যবহার করা হবে না। কারণ, রাজনৈতিক ঐকমত্য ও সংস্কার কমিশনের সুপারিশ, কারোর মত-ই ইভিএম-এর পক্ষে নেই।
আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম, জাতীয় নির্বাচনে ইভিএম-এর ব্যবহার হবে না। আজকে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি যে কোনও স্থানীয় নির্বাচনেও এটি ব্যবহৃত হবে না। অর্থাৎ, সামনের কোনও নির্বাচনেই এই ইভিএম ব্যবহার হবে না," বলেন নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ।
বাংলাদেশে যেসব ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম আছে, সেগুলো নিয়ে এখন কী করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান, প্রবাসী বাংলাদেশিরা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।
আপনার মূল্যবান মতামত দিন: