লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক ১৫৭ জনসহ ১৬২ বাংলাদেশি দেশে ফিরছেন সকালে

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫ ০১:০৭ এএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫ ৪:৪৪ এএম

লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক ১৫৭ জনসহ ১৬২ বাংলাদেশি দেশে ফিরছেন সকালে

বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার ধারাবাহিক ও নিরলস প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকসহ মোট ১৬২ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবর্তন করা হয়েছে।

প্রত্যাবাসিত অভিবাসীদের মধ্যে বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে ১৪১ জন এবং ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে ১৬ জন অভিবাসী আটক ছিলেন। এছাড়াও ০৫ জন ত্রিপলীতে বিপদগ্রস্ত অবস্থায় ছিলেন।

আইওএম কর্তৃক ভাড়া করা বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইট (UZ222) বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার (০৮ জুলাই) বিকাল ৪টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। বিমানটি বুধবার (০৯ জুলাই) আনুমানিক সকাল ৬টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা যাচ্ছে।  

দূতাবাসের মিনিস্টার (শ্রম) জনাব গাজী মো. আসাদুজ্জামান কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেনগাজীর বেনিনা বিমানবন্দরে উপস্থিত থেকে প্রত্যাবাসিত অভিবাসীদের বিদায় জানান। এ সময় তারা অভিবাসীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাসের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন।

উল্লেখ্য, দূতাবাসের প্রতিনিধি দল ইতোপূর্বে গানফুদা ও তাজুরা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে আটক বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করে এবং যাচাই-বাছাইয়ের পর তাদের অনুকূলে ট্রাভেল পারমিট ইস্যু করে। পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এবং আইওএম-এর সার্বিক সহযোগিতায় তাদের বিনা খরচে দেশে ফেরার ব্যবস্থা করা সম্ভব হয়েছে।

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর