৫ আগস্ট শহীদেরা জীবন দিয়ে নতুন বাংলাদেশ পেতে সুযোগ করে দিয়েছে
আপডেট: ০৭ জুলাই ২০২৫ ৭:৫৮ পিএম

৫ আগস্ট সফলতার জন্য অনেকে জীবন দিয়েছে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ৫ আগস্ট অনেকে জীবন দিয়ে দুই যুগের ফ্যাসিবাদ বিতারণের মাধ্যমে নতুন বাংলাদেশ পেতে সুযোগ করে দিয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ ‘মেহেদী হাসান জুনায়েদ’ এর নামে চত্বর এবং শহিদ ‘শাহারিয়ার খান আনাস’ এর নামে সড়কের ফলক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আগামীর বাংলাদেশে যেনো কাউকে জীবন দিতে না হয় সে জন্য বিচার নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এই শহীদদের রক্ত কোনো দিনও বৃথা যেতে দেয়া হবে না। আগামীতে কোন ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে আমাদের সেই প্রতিজ্ঞা।
একই অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই জুলাইকে যারা ভুলিয়ে দেয়ার চেষ্টা করবে তারা মীরজাফর হিসাবে চিহ্নিত হবে। যারা নির্বিচারে মানুষকে পাখির মতো মেরেছে প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: