কোস্টগার্ড আধুনিকায়নের সব ব্যবস্থা করা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০২ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, কোস্টগার্ডকে আধুনিক করতে সব ব্যবস্থা নিয়েছে সরকার। হেলিকপ্টার বোর্ড সংযুক্তির মাধ্যমে আরও আধুনিকায়নের কাজ করা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, কোস্টগার্ডকে আধুনিক করতে সব ব্যবস্থা নিয়েছে সরকার। হেলিকপ্টার বোর্ড সংযুক্তির মাধ্যমে আরও আধুনিকায়নের কাজ করা হচ্ছে। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁও কোস্টগার্ড সদর দপ্তরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি আরো বলেন, ‘‘আন্দোলন পরবর্তী সময়ে কোস্টগার্ড সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িতদের ধরতে অভিযানে অংশ নিয়ে গ্রেফতার করেছে। সমুদ্রসীমা সুরক্ষা রাখতে সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি তারা নৌপথের সঙ্গে বিভিন্ন সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে।’’

এ সময় তিনি ‘‘দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ড অভূতপূর্ব সাফল্য রাখছে এবং ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে জন্ম নেওয়া নতুন দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে’’ বলে মন্তব্য করেন। 

 

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর