মধ্যরাতে ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৮ মে ২০২৫ ১০:০৫ এএম
আপডেট: ২৮ মে ২০২৫ ১০:৩২ এএম

প্রতীকী ছবি

মঙ্গলবার মধ্যরাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ২টা ২৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের ইম্ফল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।

বুধবার (২৮ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহযোগী ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৫৪ কিলোমিটার দূরে। তাই হালকা অনুভূত হয়েছে।

ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৪৭ কিলোমিটার (২৯ মাইল) অগভীর, যার কারণে কম্পন বিস্তৃত এলাকাজুড়ে জোরালোভাবে অনুভূত হয়। তবে অগভীর হওয়ায় একই মাত্রার গভীর ভূমিকম্পের চেয়ে ভূ-পৃষ্ঠের কাছাকাছি এর প্রভাব বেশি ছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর