প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে বৈঠকে বসবেন হেফাজতে ইসলামসহ ৮টি দল

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৫ মে ২০২৫ ১৫:০৫ পিএম

প্রধান উপদেষ্টা

বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে আজ রোববার (২৫ মে) বিকেল পৌনে ৬টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজত ইসলামসহ ৮টি দল।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম অংশ নেবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।

এছাড়াও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ, নেজামে ইসলামী পার্টি অংশ নেবে।

ইসলামী আন্দোলন জানায়, সংস্কার, নির্বাচন, স্বৈরতন্ত্রের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে পরামর্শ দেবেন শীর্ষ রাজনৈতিক নেতারা।

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর