প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে কী আলোচনা হল, জানালেন প্রেস সচিব

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৫ মে ২০২৫ ০১:০৫ এএম

রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথাই আবার তুলে ধরেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৪ মে) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৃথক বৈঠকে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সাথে সাক্ষাৎ করেন। পরে রাত সাড়ে ১০টায় প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শফিকুল আলম বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, সংস্কার ও বিচার প্রক্রিয়া ছিল আজকের এজেন্ডা। সব দল প্রধান উপদেষ্টার প্রতি অকুন্ঠ সমর্থন জানিয়েছে। সব দলের আস্থা আছে তার উপর। তার নেতৃত্বেই নির্বাচন চায় দলগুলো। এ সময় ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথাই বলেন প্রধান উপদেষ্টা। তিনি এক কথার মানুষ, তার প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটবে না বলেও উল্লেখ করেন তিনি।

প্রেস সচিব আরও জানান, পার্টিগুলো অনুরোধ করেছে সঠিক প্রসেস মেনে যেন বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করা হয়। অপরদিকে, প্রধান উপদেষ্টা এ মাসেই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা জানিয়েছেন।

এনসিপির সাথে আলোচনার বিষয়ে বলেন, অনেকদিন ধরে দেশে নির্বাচন হচ্ছে না তাই স্থানীয় সরকার নির্বাচনে জোর দিয়েছে এনসিপি। সেইসাথে আওয়ামী লীগ আমলের সকল নির্বাচন অবৈধ ঘোষণা করে বাতিল চায় দলটি।

এ সময়, জুলাই প্রোক্লেমেশনের বিষয়ে কাজ চলছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, সংস্কার প্রক্রিয়া ২০ জুলাইয়ের মধ্যে শেষ করে জুলাই চার্টার গৃহীত হবে।

বৈঠকে বিদ্যমান পরিস্থিতি, নির্বাচন ও সংস্কার ছাড়াও নিজ নিজ দলের অবস্থান ও দাবির বিষয়েও কথা বলেছেন দলগুলোর নেতারা।

এর আগে আন্দোলন, দাবি এবং প্রশাসনিক চাপের কারণে প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা শোনা যায়। তবে এ মুহূর্তে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন প্রধান উপদেষ্টা।

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর