পেশাজীবী মহিলা ফোরাম
রাসূলের (সা.) সমাজে নারীরা ছিল নিরাপদ ও সম্মানিত

বাংলাদেশ পেশাজীবী মহিলা ফোরামের সহকারী সেক্রেটারি সমাজকর্মী উম্মে খালেদা জাহান বলেন, নারী-পুরুষ মিলিয়েই সভ্যতা। আল্লাহ নারী-পুরুষকে জোড়া-জোড়ায় সৃষ্টি করেছেন। রাসূল (সা.) এমন সমাজ গঠন করেছেন, সেই সমাজে নারীরা ছিল নিরাপদ ও সম্মানিত। অথচ জাহিলিয়াতের যুগে নারীদের নিরাপত্তা কিংবা মর্যাদা ছিল না। তাহলে আমরা কেন সেই ব্যবস্থা থেকে বেরিয়ে নিজস্ব মতবাদে নারী সংস্কার নীতিমালায় যাচ্ছি?
তিনি বলেন, নারী সংস্কার কমিশনের সুপারিশকৃত নীতিমালায় কখনো শান্তি প্রতিষ্ঠা হবে না। বরং পারিবারিক মূল্যবোধ নষ্ট করবে। ইসলাম নারীকে ন্যায্য অধিকার দিয়েছে অথচ নারী সংস্কার কমিশন বলছে সমান অধিকার দিতে হবে। ইসলামে পরিবারের যাবতীয় ভরণপোষণের দায়িত্ব পুরুষের। তাহলে সমান অধিকার হলে এই ভরণপোষণের অর্ধেক দায়িত্ব নারীকেও পালন করতে হবে। তাই বলা যায়, নারী সংস্কার কমিশনের সুপারিশ সম্পূর্ণ বাতিল যোগ্য এবং প্রত্যাখান করতে হবে।
বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে নারী অধিকার সংগঠন -বাংলাদেশ পেশাজীবী মহিলা ফোরাম আয়োজিত ‘নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও নারী সমাজের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন।
পেশাজীবী মহিলা ফোরামের সদস্য নাসিমা বেগম ঝুনুর সভাপতিত্বে এবং সদস্য সাইয়্যেদা রাহাত তাসনিয়া ও ডা. জোবায়দা'র যৌথ পরিচালনায় সভায় কবি ও সাহিত্যিক শামীমা রহমান শান্তা বলেন, নারী সমাজের প্রত্যাশা ছিল নারী সংস্কার কমিশন সব সেক্টরের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হবে। কিন্তু নারী সংস্কার কমিশন সেভাবে গঠন না করে নিজস্ব পছন্দের কয়েকজনকে নিয়ে কমিশন গঠন করা হয়েছে। যা দুঃখজনক। নারী কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে স্বেচ্ছাচারী নারী সমাজ গঠন হবে। ফলে সমাজে শান্তি শৃঙ্খলার বিঘ্ন ঘটবে।
এশিয়ান টিভির অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর জাবালুন নূর বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ১১ জন নারী শহীদ হলেও জাগরণী সারায় নারীদের এড়িয়ে যাওয়া হয়েছে। এতে সন্দেহের সৃষ্টি হয়, নারী সংস্কার কমিশন জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা লালন করে কি-না?
আরো বক্তব্য রাখেন মহিলা ফোরামের সদস্য তাসলিমা মুনীরা, লেখক ও শিক্ষাবিদ ড. সাজেদা হুমায়রা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাবিকুন্নাহার তামান্না।
সভাপতির বক্তব্যে নাসিমা বেগম ঝুনু বলেন, নারী কমিশনের সুপারিশমালা আমাদের দেশীয় সংস্কৃতির পরিপন্থি। ওই সুপারিশমালা ইসলাম সহ সকল ধর্মকে অবমাননা করা হয়েছে। তিনি, নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিল করে কমিশন পুনর্গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানান।
আপনার মূল্যবান মতামত দিন: