আ:লীগ নিষিদ্ধের এক ঘণ্টার আল্টিমেটাম হাসনাত আব্দুল্লাহ'র
আপডেট: ১০ মে ২০২৫ ৯:০৮ পিএম

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এক ঘণ্টার মধ্যে মেনে না নিলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে মার্চ করবে আন্দোলনকারীরা।
শনিবাার সন্ধ্যা পৌনে ৮টার দিকে শাহবাগ চলমান আন্দোলনের মধ্যে এই ঘোষণা দেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ বলেন, “ইন্টেরিম, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। সময় থাকতে করেন। আগামী এক ঘণ্টা সময় দিলাম। যদি এই এক ঘণ্টায় ঘোষণা না আসে, তাহলে আমরা ইন্টারকন্টিনেন্টালকে কেন্দ্র ধরে বাংলামোটর অবধি দখল করে নেব। প্রয়োজনে যমুনাও ঘেরাও করা হবে।”
আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে শাহবাগ মোড়ে ছাত্র-জনতার গণজমায়েত কর্মসূচি থেকে হাসনাত মাইকেঘোষণা করেন, “আগামী এক ঘণ্টায় উপদেষ্টা মিটিং থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসলে মার্চ টু যমুনা কর্মসূচি পালন করা হবে। এক ঘণ্টা পর শাহবাগ হতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল রোডে যাত্রা শুরু করা হবে।”
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলগত বিচার করা এবং জুলাই ঘোষণাপত্র জারি করার তিন দাবিতে শাহবাগে গণজমায়েত কর্মসূচি চলছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বানে কর্মসূচিতে ছাত্র-জনতা অংশ নিয়েছে।
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ৮ মে রাতে দেশছাড়ার পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান নেয় এনসিপি নেতাকর্মীরা। রাত পেরিয়ে ৯ মে সারা দিন সেখানে অবস্থান করার পর রাতে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেয় তারা। সেখান থেকে ১০ মে বিকালে শাহবাগে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করা হয়; সে অনুযায়ী বিকাল থেকে শাহবাগে চলছে গণজমায়েত। এখন তারা সরকারকে আলটিমেটাম দিয়েছেন, এক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দিতে হবে।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: