সম্মিলিত মুসলিম সেনাবাহিনী গঠনের দাবি জাতীয় বিপ্লবী পরিষদের

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫ ০৮:০৪ এএম

ফিলিস্তিন, ভারত, কাশ্মীর ও আরাকানের নির্যাতিত মজলুম মুসলমানদের জাতিগত নিপীড়ন থেকে রক্ষায় সম্মিলিত মুসলিম সেনাবাহিনী গঠনের দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।

শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এতে দলটির নেতাকর্মীদের সঙ্গে বিপুলসংখ্যক মুসল্লিগণ যোগ দেন।

তারা ‘ফ্রি ফ্রি, প্যালেস্টাইন’, ‘ফ্রি ফ্রি, আরাকান’, ‘ফ্রি ফ্রি, কাশ্মীর’, ‘বিশ্ববাসী এক হও, গাজা দখল রুখে দাও’, ‘দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো’, ‘ইসরাইলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ভারতের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘মিয়ানমারের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ প্রভৃতি স্লোগান দেয়।

জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক সাইয়েদ কুতুব ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান।

মোহাম্মদ শামসুদ্দিন বলেন, মুসলিম উম্মাহকে রক্ষায় ব্যর্থ ওআইসিকে বাদ দিয়ে বিশ্ব মুসলিম উম্মাহ পরিষদ গঠন করে বিশ্ব মুসলিম সেনাবাহিনী গঠন করতে হবে। মক্কা, মদিনা, মসজিদুল আকসাসহ বিশ্ব মুসলিমদের ওপর আক্রমণ রোধ করতে গাজা-রাফা-আরাকান-কাশ্মীরের মুসলিমসহ যেখানেই মুসলিমদের ওপর নির্যাতন হবে সেখানেই এই বাহিনী ঝাঁপিয়ে পড়বে।

সাইয়েদ কুতুব বলেন, জাতীয় বিপ্লবী পরিষদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহাল করায় ড. মুহাম্মদ ইউনূস সরকারকে ধন্যবাদ জানাই। আমরা চাই বাংলাদেশ সরকার ফিলিস্তিনসহ ভারত, কাশ্মীর ও আরাকানের মুসলিমদের রক্ষায় জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামে নিয়মিত তৎপরতা চালাবে।

আব্দুল ওয়াহেদ বলেন, আমরা জাতীয় বিপ্লবী পরিষদ গত ৭ ফেব্রুয়ারি থেকে ফিলিস্তিনের মুক্তির জন্য এই বায়তুল মোকাররম প্রাঙ্গণে বিক্ষোভ করে আসছি। পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবিতে ১৪ ফেব্রুয়ারি একমাসের আলটিমেটাম শেষে ১৮ মার্চ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আমাদের স্মারকলিপি গ্রহণকালীন দেওয়া কথা রক্ষা করায় তাকে জাতীয় বিপ্লবী পরিষদ ও দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াসিম আহমদ ও বায়েজিদ বোস্তামি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, সদস্য সচিব মুহিব মুশফিক খান ও সহকারী সদস্য সচিব ফারজায়ান আহসান কৃতিত্ব এবং ঢাকা মাদ্রাসা-ই-আলীয়ার আহ্বায়ক রাকিব মণ্ডল প্রমুখ।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর