এমআরটি লাইন-১-এ সংস্কার কাজ

খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরামূখী লেনে ২৯ ঘণ্টা যানজট হবে

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫ ২৩:০৪ পিএম

রাজধানীর খিলক্ষেত থেকে কুড়িল ও বসুন্ধরা অভিমুখী রাস্তায় ২৯ ঘণ্টা তীব্র যানজট হতে পারে। এমআরটি লাইন-১-এর ইউটিলিটি স্থানান্তর প্রকল্পে তিতাস গ্যাসের জরুরি লাইন স্থাপনের কাজ চলমান থাকায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত এ দুর্ভোগ পোহাতে হবে।

যানজট এড়াতে বাঁ পাশের লেনের খিলক্ষেত কুড়িল ফ্লাইওভার ব্যবহারের পরিবর্তে রেডিসন হোটেলের সম্মুখে ইউটার্ন করে কুড়িল ফ্লাইওভার ব্যবহার অথবা অন্য বিকল্প সড়ক (দিয়াবাড়ি-মিরপুর ১২ সংযোগ সড়ক) ব্যবহার করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) উপ প্রকল্প পরিচালক নাজমুল ইসলাম ভূইয়া সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর