মানবতাবিরোধী অপরাধ
ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার (১৮ জানুয়ারি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই শুনানি হবার কথা রয়েছে।
মামলায় ওবায়দুল কাদের ছাড়া বাকি আসামিরা হলেন- আওয়ামী লীগ নেতা বাহাউদ্দীন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলি আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান। আসামিরা সবাই পলাতক আছেন।
এছাড়া, জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এ বিষয়েও আজ শুনানি হতে পারে। এছাড়াও আজ আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হওয়ার কথা রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: