প্লট দুর্নীতি মামলার রায় ঘিরে নিম্ন আদালতে নিরাপত্তা জোরদার

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫ ১১:১১ এএম
আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ১২:৩৭ পিএম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও পুতুলের বিরুদ্ধে দুদকের করা পৃথক তিন মামলার রায় আজ। এটি কেন্দ্র করে ঢাকার নিম্ন আদালতসহ মহানগর দায়রা জজ আদালতের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দলকে মূল গেটে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারা কোর্ট এলাকা ও এর চারপাশে নিরাপত্তা জোরদারে সকাল ৮টা থেকেই অবস্থান নিয়েছেন।

এদিকে পৃথক তিন মামলার একমাত্র আসামি রাজউক কর্মকর্তা খুরশীদ আলমকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সকাল সাড়ে ৯টায় আদালতে আনা হয়। এরপর তাকে মহানগর আদালতে হাজতখানায় রাখা হয়।

দুদকের কৌঁসুলি খান মো. মইনুল হাসান নিখিল বলেন, প্লট দুর্নীতি মামলার রায় বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ঘোষণা করবেন বিচারক। আমরা আশা করছি সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড পাবে সব আসামি।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর