সাম্য হত্যা মামলা বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হবে: ডিএমপি

আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যার ঘটনা উদ্ঘাটন করা হবে। পরে এটির চার্জশিট দিয়ে বিচারের জন্য বিশেষ ট্রাইবুনালে পাঠিয়ে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের সব ব্যবস্থা নেবে পুলিশ।
শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বিষয়টি জানিয়েছেন ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি বলেন, ‘তদন্ত একটি জটিল কাজ। ঘটনাটি ঘটেছে গভীর রাতে। এই ঘটনায় যারা জড়িত, তারা আহত ছিল। বিভিন্ন হাসপাতাল থেকে আমরা তাদের আটক করেছি। তাদেরকে আদালত রিমান্ড দিয়েছে। আমরা আশা করছি, এক সপ্তাহের মধ্যে এই ঘটনা উদঘাটিত হবে।’
পরবর্তী কার্যক্রম শেষ করে পূর্ণাঙ্গভাবে পুলিশের পক্ষ থেকে ব্রিফ করা হবে জানিয়ে তিনি আরো বলেন, ‘পরবর্তী কার্যক্রম সাতদিনে শেষ করে আমরা পুলিশের তরফ থেকে একটি পূর্ণাঙ্গ ব্রিফ করার চেষ্টা করব। আমাদের আন্তরিকতার কমতি নেই। ইতোমধ্যে তদন্ত কার্যক্রম অনেক দূর এগিয়েছি। তবে তদন্তের স্বার্থে অনেক কথাই বলা হচ্ছে না।
এসময় রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, ‘আমরা তাৎক্ষণিকভাবে তিনজনকে গ্রেপ্তার করেছি। তাদের কাছ থেকে জানতে পারি আরেকজন তাদের সঙ্গে ছিলেন মোবাইল ট্র্যাকিং করে তাকে ধরা হয়। যেহেতু তাদের উপর একটি মব হওয়ার শঙ্কা ছিল তাদেরকে ডিবি অফিসে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট দেই।
তিনি আরো বলেন, যে তিনজনকে গ্রেপ্তার হয়েছে আমরা শুধু তাদের কে নিয়েই বসে নেই। আমরা সমস্ত অ্যাঙ্গেল থেকেই কাজ করছি। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ এবং গ্রেপ্তারদেরকে আমরা কাল যখন রিমান্ডে পাব তাদের থেকে পাওয়া তথ্য নিয়ে নিবিড়ভাবে বিষয়টি খুঁটিয়ে দেখছি।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সাম্য হত্যাকাণ্ডের পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেয়া পদক্ষেপগুলো পাঠ করেন।
তিনি বলেন, সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় নিজস্ব তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটি সোমবার প্রতিবেদন জমা দেবে। এছাড়াও ক্যাম্পাসের নিরাপত্তা বাড়াতে আমরা ইতোমধ্যে নানা পদক্ষেপ নিয়েছি।
এদিকে শাহরিয়ার আলম সাম্যের স্মরণে সন্ধ্যা সাড়ে সাতটায় রাজু ভাস্কর্যের পাদদেশে সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দের ব্যানারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় সাম্যের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপরে সাম্যের স্মৃতির স্মরণে সাম্যের ছবির নিচে মোমবাতি রাখেন শিক্ষার্থীরা।
আপনার মূল্যবান মতামত দিন: