গৃহযুদ্ধের শঙ্কায় ইসরাইল

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৫ ২১:০৪ পিএম

সম্প্রতি একটি জরিপে দেখা গেছে, ৬০ শতাংশ ইসরাইলি ‘গৃহযুদ্ধের শঙ্কায়’ সতর্কতার সঙ্গে সহমত পোষণ করেছেন। এছাড়া খাদ্য নিরাপত্তাহীনতা প্রভাবিত করছে ১.৫ মিলিয়ন বসতি স্থাপনকারীকে। যা দখলকৃত অঞ্চলে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সৃষ্টি করছে।

ইসরাইলের চ্যানেল ৭ এই জরিপের তথ্য প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটি বলছে, জরিপের এই তথ্যগুলো ‘ইহুদি জনগণের নীতি প্রতিষ্ঠান’-এর ‘ইসরাইলি সমাজ সূচক’ থেকে নেওয়া হয়েছে।

জরিপটি ইসরাইলি সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আহারন বারাকের বক্তব্যের প্রতিক্রিয়া যাচাই করেছে। যিনি ‘ইসরাইলে’ গৃহযুদ্ধের আশঙ্কার সতর্কবার্তা দিয়েছিলেন।

জরিপে দেখা গেছে, ২৭ শতাংশ ইসরাইলি আহারন বারাকের সতর্কবার্তার সঙ্গে একমত হয়েছেন এবং বলেছেন, ‘তিনি সঠিক ছিলেন’। অন্যদিকে ৩৩ শতাংশ মনে করেন, তিনি কিছুটা অতিরঞ্জিত মন্তব্য করেছেন। তবে বাস্তবে বিপদের আশঙ্কা রয়েছে।

এছাড়া ২১ শতাংশ ইসরাইলি মনে করেন, বারাক ‘খুব বেশি অতিরঞ্জিত’ তথ্য দিয়েছেন এবং গৃহযুদ্ধ আসন্ন নয়।

আর কেবল ১৬ শতাংশ ইহুদি মনে করেন, ‘ইসরাইলে গৃহযুদ্ধের কোনো আশঙ্কা নেই’।

জরিপটি শিন বেত প্রধানকে বরখাস্ত করার বৈধতা এবং সরকার যদি সুপ্রিম কোর্টের আদেশে হস্তক্ষেপ করে তাহলে তা মেনে চলা উচিত কিনা- সে বিষয়েও মতামত জানতে চেয়েছে।

এক্ষেত্রে ৫১ শতাংশ ভোটার বিশ্বাস করেন, ‘বরখাস্তের বিষয়ে কোনো হস্তক্ষেপ হওয়া উচিত নয়’।

‘ইহুদি জনগণের নীতি প্রতিষ্ঠান’-এর পরিচালক ড. শুকি ফ্রাইডম্যান মন্তব্য করেছেন, ‘পাসওভারের সময় যখন ঐক্যের ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়, তখন এই তথ্য প্রমাণ করে যে, ইসরাইলিরা গুরত্বপূর্ণ অভ্যন্তরীণ সংঘাতের বৃদ্ধি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন’।

অন্য একটি প্রতিবেদনে লেকেট ইসরাইল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ১.৫ মিলিয়ন ইসরাইলি খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ২০২৩ সালে ২.৬ মিলিয়ন টন খাদ্য অপচয় হয়েছে, যার মূল্য প্রায় ২৪.৩ বিলিয়ন শেকেল (৭ বিলিয়ন ডলার)।

গত বছরের তুলনায় খাদ্য অপচয়ের পরিমাণ ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ইসরাইলের খাদ্য খাতে একটি বাড়তে থাকা সঙ্কটকে তুলে ধরছে।

ইসরাইলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই খাদ্য-ক্ষতি ইসরাইলের মোট উৎপাদনের ১.৩ শতাংশ, যা দেশটিতে উৎপাদিত মোট খাদ্যের ৩৮ শতাংশের সমান। সূত্র: মেহের নিউজ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর