স্বরাষ্ট্র উপদেষ্টার কাতারের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন

নিউজ ডেস্ক প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫ ২২:১০ পিএম

কাতারের রাজধানী দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৯ অক্টোবর) দোহাস্থ বাংলাদেশ দূতাবাসে পৌঁছলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান।

পরে দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইং পরিদর্শনের পাশাপাশি সেখানকার কার্যক্রমের খোঁজ-খবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশেষ করে সেখানে চলমান ই-পাসপোর্ট সেবা প্রদান কার্যক্রম ঘুরে দেখেন তিনি।

এছাড়াও দূতাবাস পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন সেবাগ্রহীতাদের সঙ্গেও কথা বলেন। এ সময় তিনি সেবাগ্রহীতাদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলো সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সেই সঙ্গে সেবাগ্রহীতাদের যাতে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হয় এবং কোনোপ্রকার হয়রানির না করা হয়, সে বিষয়েও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর