গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান সৌদির

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫ ১৪:০৮ পিএম

গাজায় ইসরাইলের আগ্রাসন ও গণহত্যা বন্ধে জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। মঙ্গলবার বাদশাহ সালমানের সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠকে গাজা ইস্যুতে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) অবস্থানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। খবর আরব নিউজের।

সৌদি প্রেস এজেন্সি এক বিবৃতিতে বলেছে, গাজায় ইসরাইলের সহিংসতা বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য জরুরিভাবে হস্তক্ষেপ করতে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছে সৌদি মন্ত্রী পরিষদ।

জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ স্থগিত করতে কাজ করার অঙ্গীকার করেছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। সোমবার গাজা ইস্যুতে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠকের পর চূড়ান্ত ঘোষণায় এ কথা জানানো হয়।

ওয়াইসি’র ওয়েবসাইটে প্রকাশিত চূড়ান্ত ঘোষণায়, ‘সদস্য রাষ্ট্রগুলোকে জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা আরো খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে ওআইসি। কারণ ইসরাইল সদস্যপদ লাভের জন্য প্রয়োজনীয় শর্তাবলীর স্পষ্ট লঙ্ঘন করছে এবং জাতিসংঘের প্রস্তাবগুরোর প্রতি তার ধারাবাহিক অবজ্ঞা প্রদর্শন করছে। সেইসঙ্গে জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ স্থগিত করার জন্য প্রচেষ্টা সমন্বিত করা উচিত বলে মনে করে ওআইসি।’

ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) গাজা উপত্যকায় সংঘাত নিরসনের জন্য শান্তি প্রচেষ্টা ইসরাইলের প্রত্যাখ্যান এবং ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে সহযোগিতা করতে অনীহার নিন্দা জানিয়েছে।

সৌদি মন্ত্রী পরিষদ সাম্প্রতিক উচ্চ-স্তরের বৈঠকের ফলাফলও পর্যালোচনা করেছে, যার মধ্যে রয়েছে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাক্ষাৎ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ফোনালাপ।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর