ইসরাইলকে প্রতিহত করার ঘোষণা সিরিয়ার প্রেসিডেন্টের

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আল-শারা জাতির উদ্দেশ্যে টেলিভিশন ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি বলেন, সিরিয়াকে বিভক্ত করার ইসরাইলের প্রচেষ্টাকে প্রতিহত করা হবে। বৃহস্পতিবার আল জাজিরা এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
ভাষণে আল-শারা বলেন, ‘দ্রুজ এলাকার বাসিন্দাদের জানমাল এবং তাদের অধিকার রক্ষা করা আমাদের অগ্রাধিকার।’
সিরিয়ার দ্রুজ জনগণকে উদ্দেশ্যে করে আল-শারা বলেন, ‘আমরা তোমাদেরকে বহিরাগত শক্তির হাত থেকে রক্ষা করবো।’
তিনি বলেন, ‘আমার সরকার যুদ্ধকে ভয় পায় না। আমরা আমাদের জীবন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এবং আমাদের জনগণকে রক্ষা করে কাটিয়েছি। তবে সব সময় সিরিয়ার স্বার্থকে প্রাধান্য দিয়েছি।’
দেশটির সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়কে উদ্দেশ্যে করে আল-শারা বলেন, দ্রুজ জনগণ সিরিয়ার জাতীয় কাঠামোর একটি অপরিহার্য অংশ এবং তাদের সুরক্ষা একটি অগ্রাধিকার।
আল-শারা বলেন, ইসরাইল সিরিয়াকে সংঘাতের ভূমিতে পরিণত করতে চাইছে। তবে সিরিয়া ইসরাইলের এ প্রচেষ্টাকে রুখে দেবে বলেও জানান তিনি।
বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির সামরিক সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি স্থানে বিমান হামলা চালায় ইসরাইল। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ খবর নিশ্চিত করেছে। হামলা অন্তত একজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আইডিএফ জানিয়েছে, তাদের বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে সরকার নিয়ন্ত্রিত সামরিক সদর দপ্তরের প্রবেশপথে হামলা চালিয়েছে। দক্ষিণ সিরিয়ায় দ্রুজ জনগণের বিরুদ্ধে দেশটির সরকারি বাহিনী যে পদক্ষেপ নিচ্ছে, তা পর্যবেক্ষণ করছে ইসরাইল।
আপনার মূল্যবান মতামত দিন: