সবার আগে রমজান মাসের ঘোষণা অস্ট্রেলিয়ার

সবার আগে পবিত্র রমজান মাসের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। শনিবার থেকে দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হবে। অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল জ্যোতির্বিজ্ঞানের দেয়া তথ্যানুযায়ী এ তারিখ ঘোষণা করেছে।
শুক্রবার দেশটি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে। সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে।
অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ এ ঘোষণাটি দিয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল, ফেডারেল কাউন্সিল অব ইমামস এবং কাউন্সিল অব ফতোয়া অ্যান্ড শরিয়ার সঙ্গে সমন্বয় করে রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছেন।
এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ রমজানের চাঁদ অনুসন্ধান করা হবে। ইসলামের জন্মভূমি পবিত্র নগরী মক্কায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর থেকে চাঁদ দেখার তোড়জোড় শুরু হবে।
আপনার মূল্যবান মতামত দিন: