দুই হাজার কথিত বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় ভারত

দুই হাজারেরও বেশি কথিত বাংলাদেশিকে নিজের দেশে ফেরত পাঠাতে চায় ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, আরও ২ হাজার ৩৬০ জন ‘বাংলাদেশি’কে পুশ ইনের জন্য প্রস্তুত করে রেখেছে দেশটি।
তিনি বলেন, যেসব বিদেশিরা বেআইনিভাবে ভারতে আছেন, তারা বাংলাদেশি হোন বা যে কোনও দেশেরই হোন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি এও বলেছেন যে ২৩০০র-ও বেশি এমন বাংলাদেশি নাগরিক ভারতে রয়েছেন, যাদের প্রত্যর্পণ করতে হবে, কিন্তু বাংলাদেশ থেকে তাদের নাগরিকত্ব যাচাই সম্পূর্ণ না হওয়ার কারণে তাদের নিজ দেশে ফেরত দেওয়া যাচ্ছে না।
এদের মধ্যে এমন মানুষও রয়েছেন, যারা বেআইনিভাবে ভারতে এসে ধরা পড়েন এবং জেলের সাজা হয়। তবে সাজার মেয়াদ শেষ হয়ে গেলেও পরিচয় ও নাগরিকত্ব যাচাই না হওয়ায় তাদের নিজ দেশে ফেরত পাঠানো যায়নি।
বেশ কিছুদিন থেকেই ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশি নাগরিকদের ‘পুশ ইন’ করছে ভারত। গত এক মাসে প্রায় ৫০০ জনকে পুশ ইন করেছে দেশটি। এরই মধ্যে আও দুই হাজারের বেশি কথিত বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় দেশটি।
আপনার মূল্যবান মতামত দিন: