পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার ৩

নিউজ ডেস্ক প্রকাশিত: ১৭ মে ২০২৫ ০৯:০৫ এএম

পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজন হুগলি জেলায় এবং দুজন উত্তর ২৪ পরগনা জেলা থেকে গ্রেফতার হয়েছেন। হুগলি জেলার ডানকুনি থেকে অনুপ্রবেশের অভিযোগে যাকে গ্ৰেফতার করা হয়েছে তিনি বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ডানকুনির মোহনপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। ওই অভিযানে মোহম্মদ শাহাদাত হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মোহম্মদ শাহাদাত হোসেনকে গ্ৰেফতার করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর জানা যায়, সে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। ২০২০ সালে পর্যটক ভিসায় ভারতে যায় সে। কিন্তু ওই ভিসার মেয়াদ ছিল মাত্র তিন মাস। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও মোহম্মদ শাহাদাত হোসেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনিতেই অবস্থান করছিলেন।

ডানকুনির মোহনপুর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন শাহাদাত। মোহনপুরে শাহাদাত নিজেকে ভারতীয় হিসেবেই প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন। স্থানীয় বাসিন্দারা জানতেন তিনি ভারতীয় নাগরিক। তাকে গ্রেফতারের পর স্থানীয় বাসিন্দারা জানতে পেরে হতবাক হয়েছেন যে, তিনি সেখানে অবৈধভাবে বসবাস করছিলেন।

ভারতে থাকার কোনো বৈধ নথি তিনি দেখাতে পারেননি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে বাংলাদেশের একটি পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। শুক্রবার (১৬ মে) তাকে শ্রীরামপুর নগর দায়রা আদালতে হাজির করা হয়।

অন্যদিকে উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থেকে আরো দুই বাংলাদেশি নাগরিকে গ্ৰেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একজনের নাম বিন্তো কুমার সাহা অন্যজন হরিপ্রসাদ দাস। জানা গেছে, এদের মধ্যে বিন্তো কুমার সাহার বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী এলাকায় এবং হরিপ্রসাদের বাড়ি বাংলাদেশের চাঁদপুর জেলার বাগেরি থানার চরমাসি গ্রামে।

তারা দুজনেই কাজের সন্ধানে দালাল ধরে ২০২৪ সালে ভারতে যান। সেখানে যাওয়ার পর ভারতীয় পরিচয় পত্রের জাল নথি তৈরি করে হাবরায় বসবাস শুরু করেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর