ইসরাইলের বিরুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞা কোথায়, প্রশ্ন এরদোয়ানের
গাজায় ইসরাইলের অব্যাহত সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বিশ্ব নেতাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি পশ্চিমা দেশগুলোকে অভিযুক্ত করে বলেন, সামান্য কোনো ঘটনা ঘটলেই তারা দ্রুত নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু আমি জিজ্ঞাসা করি, তারা ইসরাইলের বিরুদ্ধে কোথায়?
শুক্রবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আয়োজিত এক সম্মেলনে তিনি এ কথা বলেন।
এরদোয়ান বলেন, আজ আমরা এখানে শুধু একটি ভূখণ্ড বা জনগণকে সমর্থন জানাতে একত্রিত হয়নি বরং ন্যায়বিচার, শান্তি এবং প্রতিরোধকে সমর্থন জানাতে একত্র হয়েছি।
তিনি আরও বলেন, ইসরাইল উন্মত্ততার চূড়ান্ত অবস্থায় পৌঁছেছে। দেশটির সরকার কোনো পার্থক্য না করেই ফিলিস্তিনিদের হত্যা করছে। নিহতদের মধ্যে নারী, শিশু, চিকিৎসক এবং দেশি-বিদেশি ত্রাণকর্মীরাও রয়েছেন।
তিনি উল্লেখ করেন, গাজার জনসংখ্যার ৭ শতাংশের বেশি মানুষ নিহত বা পঙ্গু হয়েছেন। এমনকি সত্য প্রকাশ করতে গিয়ে ২১২ জন সাংবাদিক নিহত হয়েছেন। এক নারী সাংবাদিক তার ১০ জন পরিবারের সদস্যসহ শহীদ হয়েছেন। শত শত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী গুলির শিকার হয়েছেন। ওষুধ, পানি ও খাদ্যের অভাবে শিশুরা আমাদের চোখের সামনে মারা গেছে।
আপনার মূল্যবান মতামত দিন: