শাকিবের ‘বরবাদ’ যাচ্ছে সেন্সরে, মুক্তি এই ঈদেই

সব শঙ্কা কাটিয়ে চলচ্চিত্র সেন্সর বোর্ডে যাচ্ছে শাকিব খান অভিনীত 'বরবাদ' সিনেমা। ঈদুল ফিতরেই মুক্তি পাচ্ছে সিনেমাটি।
আজ রোববার রাতে সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'আগামীকাল সোমবার সকালে "বরবাদ" সেন্সরে জমা দেওয়া হবে। ঈদেই মুক্তি পাচ্ছে সিনেমাটি।'
তিনি আরও বলেন, 'সব নিয়ম মেনেই আমরা "বরবাদ" নির্মাণ করেছি। মন্ত্রণালয় কাগজপত্র যাচাই-বাছাই করে অনুমতি দিয়েছে। মন্ত্রণালয়ে গিয়ে দেখলাম সবাই বরবাদ নিয়ে আমাকে জিজ্ঞেস করছেন। আমি নিজেও সারপ্রাইজড হয়েছি।'
'আশা করছি "বরবাদ" সেন্সর পাবে,' বলেন তিনি।
শাকিব খান অভিনীত মেহেদি হাসান হৃদয় পরিচালিত 'বরবাদ' সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইধিকা পাল, যীশু সেনগুপ্ত, মিশা সেনগুপ্ত, শহিদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার ও মামুনুর রশীদ।
আপনার মূল্যবান মতামত দিন: