ফের মা হওয়া নিয়ে যা বললেন চিত্রনায়িকা বুবলী
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকাদের একজন শবনম বুবলী। সাধারণত ক্যারিয়ার নিয়েই আলোচনায় থাকেন তিনি। তবে মাঝে মধ্যেই ব্যক্তিজীবন নিয়ে শিরোনাম হতে দেখা যায়। সম্প্রতি দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন নিয়ে আলোচনায় উঠে এসেছেন এ অভিনেত্রী।
প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্মের পাঁচ বছর হতে না হতেই দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে নানা চর্চা হচ্ছে বুবলীকে নিয়ে। যা এখন টক অব দ্য টাউন। এ নিয়ে যখন বিভিন্ন মাধ্যমে নানা কথা হচ্ছে, তখন বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন এ অভিনেত্রী।
গত বছরের শেষ দিকে সাবেক স্বামী ও চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটিয়েছেন বুবলী। তখন তাদের সঙ্গে ছেলে বীরও ছিল। আর সেখান থেকে ফেরার পরই অভিনেত্রীর দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন শুরু হয়। এরপর এক অনুষ্ঠানে হাজির হন তিনি। সেখানে তার চলাফেরার ভঙ্গি দেখে নেটিজেনদের সেই জল্পনা আরও জোরালো হয়।
সম্প্রতি এ ব্যাপারে কথা বলেছেন বুবলী। এ ধরনের খবরে খুব বিরক্ত বলে জানিয়েছেন তিনি। বলেন, খুব জরুরি কিছু হলে আমরা হয়তো টেক্সট আশা করি―এ ব্যাপারে কোনো মন্তব্য? যদি কোনো মন্তব্য না করি, তার অর্থ আমরা হয়তো কথা বলতে চাচ্ছি না আপাতত।
তিনি আরও বলেন, এই যে ইতোমধ্যে অনেকগুলো বক্তব্য গেছে পত্রিকায় আমার ব্যক্তিগত বিষয়ে, সিনেমার ব্যাপারে। যার কোনোটাই আমি দেইনি (বক্তব্য)। তাই বিনীত অনুরোধ থাকবে, সবাই অনুগ্রহ করে কথা বলে বা মেসেজ করে আমার বক্তব্য নেবেন।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর সোশ্যালে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী বেবি বাম্পের ছবি পোস্ট করেন। এরপর শুরু হয় হইচই। কয়েকদিন পর আড়াই বছর বয়সী ছেলের ছবি পোস্ট করে সন্তানের পিতৃ পরিচয় তুলে ধরেন নায়িকা। জানান, ছেলে শেহজাদ খান বীরের বাবা ঢালিউড সুপারস্টার শাকিব খান। নায়কও সোশ্যালে ছবি পোস্ট করে প্রকাশ্যে আনেন ছেলেকে।
এই অভিনেত্রী গত ৩ অক্টোবর জানান, ২০ জুলাই ২০১৮ সালে শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছে তার। আর তাদের পুত্রসন্তান শেহজাদ খান বীরের জন্ম ২১ মার্চ ২০২০ সালে।

আপনার মূল্যবান মতামত দিন: