বিতর্কের পর এবার প্রথম প্রেম নিয়ে মুখ খুললেন নাগার স্ত্রী শোভিতা

প্রকাশিত: ১২ মার্চ ২০২৫ ১২:০৩ পিএম

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে তার বিয়ে নিয়ে বিতর্কের শেষ নেই। সাবেক স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীন অভিনেত্রী শোভিতা ধূলিপালার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন নাগা। এরপরই নাগা-সামান্থার বিবাহবিচ্ছেদ। ক্রমে বিয়ের পিঁড়িতে বসেন নাগা-শোভিতা। পুরো সময়টা জুড়ে ধেয়ে আসে কটাক্ষ। কিন্তু অতীতে কার প্রতি আগ্রহ ছিল শোভিতার? সম্প্রতি এক সাক্ষাৎকারে তা প্রকা

প্রথম প্রেম নিয়ে খোলাসা করলেন শোভিতা। তিনি তখন স্কুলছাত্রী। ক্লাস মনিটরের প্রেমে হাবুডুবু খাচ্ছে কিশোরী মন। শুধু তার প্রশংসা পাওয়ার জন্য প্রবন্ধ লেখার প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন শোভিতা। কিন্তু সেই কিশোর কোনোভাবেই পাত্তা দেননি শোভিতাকে। এ ঘটনায় মুষড়ে পড়েন শোভিতা। সেই সময় আবার তার মনে হয়েছিল— এটা আদৌ গাঢ় প্রেম, না কি নিছক ভালো লাগা। এরপর কলেজে পড়ার সময় বেশ কয়েকজন ছেলে তাকে প্রেমপত্র পাঠিয়েছিলেন। শোভিতা নিজেও কয়েকটি প্রেমপত্র লিখেছিলেন সেই সময়।

তবে এখন জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে তার মনে হয়, মানুষ যত পরিণত হয়, প্রেমে তত গভীরতা আসে। সম্পর্ক নিয়ে বোধ স্পষ্ট হয়। বর্তমানে চুটিয়ে দাম্পত্যজীবন কাটাচ্ছেন নাগার সঙ্গে। পাশাপাশি অভিনয়ের কাজও চলছে জোরকদমে। সৌন্দর্য প্রতিযোগিতা ও মডেলিং দিয়ে গ্ল্যামার দুনিয়ায় আত্মপ্রকাশ তার। তার পর ছবি ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন দক্ষিণী অভিনেত্রী।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর