আমার ছেলেও তার বাবাকে পছন্দ করে না: মারিয়া মিম

নিউজ ডেস্ক প্রকাশিত: ১১ জুলাই ২০২৫ ২০:০৭ পিএম

মডেল মারিয়া মিম

২০১২ সালে ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে বিয়ে করেন মডেল মারিয়া মিম। তার এক বছর পরই তাদের সংসার আলো করে আসে প্রথম সন্তান আরশ হোসেন। স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার থাকলেও ২০১৮ সালের শুরুতে বিনোদন জগতে কাজ করতে চান মারিয়া।

 

এ নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। যা এক পর্যায়ে ডিভোর্সে রূপ নেয়। ২০১৯ সালে বিচ্ছেদের মধ্যে দিয়ে আলাদা হয়ে যান এই জুটি। বর্তমানে ছেলেকে নিয়ে একরকম সিংগেল মাদারের দায়িত্ব পালন করছেন মারিয়া।

এর ৬ বছর পর, অর্থাৎ চলতি বছরের মে মাসে সম্পর্কে জড়ানোর ইঙ্গিত দেন মারিয়া মিম। ইনস্টাগ্রামে এক যুবকের সঙ্গে ছবি প্রকাশ করেন; আর সে থেকেই ছড়ায় গুঞ্জন।

বলা বাহুল্য, মারিয়া মিমের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কম নয়। সম্প্রতি সংবাদমাধ্যমে মুখোমুখি হন নানা প্রশ্নের, প্রসঙ্গ ওঠে তার সংসার, মাতৃত্ব ও তার ভবিষ্যত নিয়ে।

মারিয়া মিম জানালেন, ৬-৭ বছর ধরে প্রাক্তন স্বামীর সঙ্গে সাক্ষাৎ নেই তার। তিক্ত সুরে মজার ছলে প্রাক্তনকে নিয়ে এই মডেল বলেন, ‘আমি ওর মুখই দেখতে চাই না।’

সন্তানকে নিয়ে মারিয়া মিম বলেন, ‘আমার ছেলে আমার কাছেই থাকে। আমার ছেলের বাবাও আমি, মা ও আমি। আমার ছেলের কোনো বাবা নাই। আমার ছেলেও এখন তার বাবাকে পছন্দ করে না, তার সবকিছুই আমি।’

সন্তানের ভবিষ্যত নিয়ে কী পরিকল্পনা, সে প্রসঙ্গে মারিয়া মিম বলেন, ‘আমার ছেলে এখন ক্লাস ফাইভে পড়ছে। তো, ও দেশের বাইরে পড়াশোনা করবে। আমার মা আমাকে ডাক্তার বানাতে চেয়েছিল, কিন্তু হয়ে গেছি মডেল। আমার আব্বু তো মিডিয়া পছন্দই করে না। উলটা হয়ে গেছে। আমি তো চাই আমার বাচ্চা ডাক্তার হোক, কিন্তু ও চাইবে অন্যকিছু হতে। তো, এটা বলা যাচ্ছে না।’

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর