নজর কেড়েছে পূজার ‘হান্ড্রেড পার্সেন্ট দেশি’

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৭ মে ২০২৫ ২৩:০৫ পিএম

নায়িকা পূজা চেরী

ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরী। এবারের কুরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘টগর’ নামের একটি সিনেমা। বর্তমানে এ সিনেমার প্রচার-প্রচারণায় বেশ ব্যস্ত রয়েছেন এ অভিনেত্রী।

আলোক হাসানের পরিচালনায় এতে পূজা জুটি বেঁধেছেন আদর আজাদের সঙ্গে। সম্প্রতি সিনেমাটির একটি গান প্রকাশ হয়েছে। ‘হান্ড্রেড পার্সেন্ট দেশি’ শিরোনামের আইটেম ঘরানার এ গানটি শ্রোতা-দর্শক বেশ উপভোগ করছেন। তবে বেশি নজর কেড়েছেন গানের আইটেম গার্লরূপে পূজার উপস্থিতি। গানের সঙ্গে দুর্দান্ত নাচ ও আকর্ষনীয় লুকে মুগ্ধতা ছড়িয়েছেন এ অভিনেত্রী।

রণক ইকরামের কথায় এবং কামরুজ্জামান রাব্বি ও কর্ণিয়ার কণ্ঠে গাওয়া এ গানটিতে রয়েছে দেশীয় উৎসবের আমেজ। গানটির সুর ও গায়কির সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছে চিত্রায়ণ।

পূজা চেরী বলেন, ‘গানটি আমার ক্যারিয়ারের অন্যতম কাজ। এর শুটিং করতে গিয়ে অনেক মজা করেছি, এবং দর্শকরাও তা অনুভব করবেন এই বিশ্বাস আমার ছিল। প্রকাশের পর থেকে বেশ সাড়াও পাচ্ছি।’ সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী এ অভিনেত্রী।

তিনি আরও বলেন, ‘শুরু থেকেই এটি নিয়ে আমার প্রত্যাশা একটু বেশি। দর্শকদের পাশাপাশি আমিও এটি প্রেক্ষাগৃহে দেখার অপেক্ষায় আছি। শুটিং থেকে শুরু করে এখন পর্যন্ত (প্রচার-প্রচারণা) খুব আনন্দ নিয়ে আমরা কাজ করছি। সুন্দর একটি সিনেমা দর্শকদের উপহার দিতে যাচ্ছি এটাতেই আমাদের ভালোলাগা। আশাকরি দর্শক নিরাশ হবেন না।’

প্রসঙ্গত, ‘টগর’ সিনেমায় আদর আজাদের সঙ্গে অভিনয় করার কথা ছিল প্রার্থনা ফারদিন দীঘির। পরবর্তীতে দীঘিকে বাদ দিয়ে তার জায়গায় পূজা চেরীকে নেয়া হয়। উল্লেখ্য, আইটেমগার্ল হিসাবে এটাই পূজার প্রথম কাজ নয়।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর