আর্থিক কেলেঙ্কারিতে জর্জরিত ব্যাংকগুলোয় খেলাপি বেড়েছে

প্রকাশিত: ২০ মার্চ ২০২৫ ১০:০৩ এএম

এক ডজনেরও বেশি ব্যাংকে মন্দ ঋণের পরিমাণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। আগের সরকারের সময় এসব ব্যাংক ঋণ অনিয়ম ও আর্থিক কেলেঙ্কারিতে নিমজ্জিত ছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর পূর্ববর্তী সরকারের সঙ্গে সম্পর্ক থাকা বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে খেলাপি হয়েছে।

গত বছর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল তিন লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা। এর সিংহভাগই নেওয়া হয়েছিল রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে—২০২৪ সাল শেষে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের খেলাপি ঋণ রেকর্ড ৬৭ হাজার ১৪৮ কোটি টাকা হয়। এটি প্রতিষ্ঠানটির মোট বিতরণ করা ঋণের ৭২ শতাংশ।

জনতা ব্যাংকের খেলাপি এক বছরের ব্যবধানে বেড়েছে ২৮৪ শতাংশ। ২০২৩ সাল শেষে তা ছিল ১৭ হাজার ৫০১ কোটি টাকা বা মোট ঋণের ১৯ দশমিক দুই শতাংশ।

এক সময়ের স্বনামধন্য প্রতিষ্ঠান জনতা ব্যাংক বিগত সরকারের আমলে অ্যানটেক্স, ক্রিসেন্ট, বেক্সিমকো, থার্মেক্স ও এস আলম গ্রুপসহ নানা প্রতিষ্ঠানের একের পর এক কেলেঙ্কারি ও ঋণ অনিয়মের কারণে কুখ্যাতি অর্জন করে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর