আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান

জুনেই পৃথক হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫ ০৯:০৩ এএম

আগামী জুনের মধ্যেই পৃথক হবে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি বিভাগ। এ লক্ষ্যে আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ঈদের আগে আইনটির অধ্যাদেশ জারি হবে এবং আগামী জুন থেকেই এটি কার্যকর হবে।

বুধবার বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) এসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান এ কথা বলেন।

তিনি বলেন, আইনটি কার্যকর করা চ্যালেঞ্জিং। এনিয়ে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। কিন্তু আমরা সমস্যাগুলো পরে ঠিক করবো। তবে শুরু করাটা জরুরি।

এনবিআর চেয়ারম্যান রাজস্ব ব্যবস্থাপনা ও নীতি বিভাগ পৃথকীকরণের বিষয়ে বলেন, এ দুটি বিভাগ পৃথক হলে তারা স্বাধীনভাবে কাজ করবে। তবে আলাদা হলেও তাদের মধ্যে সমন্বয় থাকবে। শুধু নিজস্ব জনবল দিয়েই বিভাগ দুটি চলবে এমনটি নয়, বাইরের কিছু এক্সপার্টিজও কাজ করবে।

তিনি বলেন, এতোদিন আমরা শুধু রাজস্ব আদায়ের দিকেই নজর দিতাম। কিন্তু এখন ব্যবস্থাপনা ও নীতি বিভাগ আলাদা হলে রাজস্ব ব্যবস্থাপনায় আরও গতি ফিরে আসবে।

আবদুর রহমান খান বলেন, আমাদের কর কাঠামোয় অনেক সমস্যা আছে। কিন্তু সব সমস্যা একসাথে সমাধান করা সম্ভব নয়। এটা করতে গেলে রাজস্ব আদায়ে বড় ধরনের হোঁচট খেতে হবে।

তিনি আরও বলেন, আমাদের অনেকেই মনে করেন উচ্চ করের কারণে দেশে ব্যবসা বাণিজ্যে সমস্যা হচ্ছে। আমরা অনেক ক্ষেত্রে কর কমিয়েছি কিন্তু ব্যবসা বাড়েনি। আসলে করের বিষয়টির চেয়ে গুরুত্বর্পূর্ণ হলো আমাদের দেশে আইনের সঠিক বাস্তবায়ন। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর প্রধান সমস্যার একটি হচ্ছে আইনের সঠিক বাস্তবায়ন না হওয়া।

বিদেশি বিনিয়োগ বৃদ্ধির প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, আমাদের অবশ্যই প্রতিযোগিতামূলক কর ব্যবস্থা তৈরি করতে হবে যাতে করে আমরা বলতে পারি অন্যান্য দেশের তুলনায় আমাদের কর ব্যবস্থা ভালো। শুধু কর কাঠামো ঠিক করলেই হবে না, আমাদের সবকিছু অটোমেশন করতে হবে এবং ঘন ঘন নীতি পরিবর্তনের দুর্নাম থেকে বের হয়ে আসতে হবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর