এস আলমের নামে দুদকের দুই মামলা

নিউজ ডেস্ক প্রকাশিত: ১৯ মে ২০২৫ ২২:০৫ পিএম

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম

প্রায় এক হাজার ১০২ কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে এস আলমের নিয়ন্ত্রণে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে এই অর্থ লুটপাটে ৪৩ জনকে আসামি করা হয়েছে।

দুদক বলছে, অন্তত চার ব্যাংক থেকে এক লাখ ৭৮ হাজার কোটি টাকা সরিয়েছেন এস আলম। পটপরিবর্তনের পর অনুসন্ধানে নেমে মিলছে ভয়াবহ ব্যাংক লুটের প্রমাণ। এরই পরিপ্রেক্ষিতে মামলা দায়ের হয়েছে।

এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা (সহকারী পরিচালক) তানজীর আহমেদ বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে, এস আলমের চেয়ারম্যান সাইফুল আলমসহ সংশ্লিষ্ট ৪৩ জনকে আসামি করে আলাদা দুটি মামলা করেছে দুদক।

পতিত আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। অভিযোগ রয়েছে, নামসর্বস্ব প্রতিষ্ঠানে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে দেশের আর্থিক খাতকে ভঙ্গুর দশায় পরিণত করেছে এই গ্রুপটি।

এমনকি এস আলম সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ভুয়া গ্রুপ খুলে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ হাতিয়ে নেয়।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর