সাভারে দুটি চলন্ত বাসে অস্ত্রের মুখে যাত্রীদের সর্বস্ব লুট

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫ ০৭:০৪ এএম

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে দুটি চলন্ত বাসে অস্ত্রের মুখে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার ব্যাংক টাউন ও সিঅ্যান্ডবি এলাকায় আধাঘণ্টার এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহাসড়কে চলাচলরত যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গত দুই মাসে মহাসড়কের ব্যাংক টাউন ও সিঅ্যান্ডবি এলাকায় এ নিয়ে প্রায় ডজনখানেক যাত্রীবাহী বাসে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। যাত্রীরা মহাসড়কে পুলিশের টহল জোরদার করার আহ্বান জানিয়েছেন। এ ঘটনায় সাভার পরিবহনের ড্রাইভারকে আটক ও রাজধানীর দারুসসালাম থানা পুলিশ বাসটিকে জব্দ করেছে।

প্রত্যক্ষদর্শী তায়েফুর রহমান জানান, দুপুর ১২টার সময় সাভার পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৩-০৭০৬) একটি বাসে করে তিনি পরিবার নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। বাসটি ব্যাংক টাউন বাসস্ট্যান্ডে থামানো হলে তিনজন যুবক গাড়িতে ওঠে। পরে গাড়িটি ব্যাংকটাউন ব্রিজের ওপর পৌঁছলে মহিলা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, গলার চেইন, কানের দুলসহ স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

তায়েফুর রহমান আরো বলেন, ছিনতাইকারীরা তার স্ত্রীর গলায় থাকা লক্ষাধিক টাকা মূল্যের লকেটসহ এক ভরি ওজনের সোনার চেইন নিয়ে গেছে। এ সময় অন্যান্য নারী যাত্রীদের কাছ থেকে একইভাবে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। তিনি আরো বলেন, আমার কাছে মনে হচ্ছে বাসটির চালক এবং সহকারী ছিনতাইকারীদের সঙ্গে জড়িত রয়েছে। তাদের আইনের আওতায় আনা হলে ছিনতাইকারীদের তথ্য পাওয়া যেতে পারে।

অন্যদিকে বেলা সাড়ে ১১টার দিকে সাভারের সিঅ্যান্ডবি এলাকায় রাজধানী পরিবহনে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় অস্ত্রের মুখে যাত্রীদের সর্বস্ব লুট করে নিয়ে যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের এক ছাত্রী জানান, তিনি রেডিও কলোনী থেকে টিউশনি করে ক্যাম্পাসে ফেরার পথে সিঅ্যান্ডবির আগে বাসে হঠাৎ করে তিনজন ছিনতাইকারী ওঠে। তিনজনের কাছেই চাকু ছিল। তাদের মধ্যে একজন ড্রাইভারকে চাকু দেখিয়ে বাস থামায়। অন্য দুজন চাকু দেখিয়ে সব মহিলা যাত্রীর স্বর্ণের চেইন, পুরুষ এক ব্যক্তির পকেটে থাকা ২০ হাজার টাকাসহ অস্ত্রের মুখে সর্বস্ব লুট করে নিয়ে গেছে।

সাভারের টিআই বিস্‌ন পদ শর্মা সাভার পরিবহনের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় বাসের ড্রাইভারকে আটক করা হয়েছে। বাসটি রাজধানীর দারুসসালাম থানা হেফাজতে নেওয়া হয়েছে। সিঅ্যান্ডবির ঘটনাটির সম্পর্কে তিনি কিছু শোনেননি বলে জানান।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর