চাঁপাইনবাবগঞ্জে মিজানুর রহমান আজহারীর মাহফিলের সার্বিক প্রস্তুতি সম্পন্ন
আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩১ পিএম
চাঁপাইনবাবগঞ্জে জাবালুন নূর ফাউন্ডেশনের আয়োজনে ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জননেতা মো. নূরুল ইসলাম বুলবুলের তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য তাফসীরুল কুরআন মাহফিলের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাহফিল মাঠে জুমার খুতবা ও নামাজ শেষে এই ঘোষণা দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জে জাবালুন নূর ফাউন্ডেশনের আয়োজনে ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জননেতা মো. নূরুল ইসলাম বুলবুলের তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য তাফসীরুল কুরআন মাহফিলের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাহফিল মাঠে জুমার খুতবা ও নামাজ শেষে এই ঘোষণা দেওয়া হয়।
মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য জাবালুন নূর ফাউন্ডেশনের সেক্রেটারী হাফেজ গোলাম রাব্বানী জানান, শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ৯টি শিল্পগোষ্ঠী ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবে। এছাড়াও মাহফিলে দূর-দূরান্ত থেকে আগত মুসল্লীদের জন্য রাত্রিযাপনের সুযোগ থাকবে বলেও তিনি জানান।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে জাবালুন নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবু জাফর গিফারীর সভাপতিত্বে মাহফিল শুরু হবে। দুপুরে প্রধান মুফাসসির বিশ্বনন্দিত মোফাসসিরে কুরআন ও ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী কুরআনের তাফসীর করবেন। এর আগে প্রধান অতিথি জননেতা নূরুল ইসলাম বুলবুল বক্তব্য রাখবেন।
আপনার মূল্যবান মতামত দিন: