সাভারে চাঁদা না পেয়ে গুলি ছোড়ে ইঞ্জিনচালিত দুই নৌকা ছিনতাই

সাভারে দাবি করা চাঁদা না দেওয়ায় গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে দুটি ইঞ্জিন চালিত নৌকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। বুধবার শেষ বিকেলে সাভার পেরৗ এলাকার কাতলাপুরে বংশী নদীর মিলন ঘাটে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার সাভার মডেল থানা একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্র জানায়, নেকৗ দুটি যাত্রী পারাপারের খেয়া হিসেবে ব্যবহৃত হতো। সাভার পেরৗসভা থেকে ইজারা নিয়ে স্থানীয় কামরুল ইসলাম বংশাই নদীর ঘাট পরিচালনা করছেন।
ইজারাদার কামরুল ইসলামের ছেলে হেদায়েতুল্লাহ জানান, বেশ কিছুদিন ধরে অন্তর খান, মোর্শেদ খানসহ আরও কয়েকজন আমার বাবার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় তারা বাবাকে নানাভাবে হুমকি দিচ্ছিলেন। বুধবার সন্ধ্যার একটু আগে অন্তরসহ আরও কয়েকজন ঘাট এলাকায় এসে বাবার কাছে দাবি করা চাঁদার ৫ লাখ টাকা চান।
কামরুল ইসলাম জানান, আমি নিয়ম মেনে খেয়াঘাট পরিচালনা করছি। অন্তর ছাত্রদল নেতা পরিচয়ে আমার নিকট টাকা চাচ্ছে। এ বিষয়ে অন্তর খানের বক্তব্য জানার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
টাকা না দেওয়ায় তারা বাবাকে মারধর করতে থাকেন। এ সময় বাবার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অন্তর তার হাতে থাকা পিস্তল দিয়ে গুলি করে আতঙ্ক সৃষ্টি করেন। এরপর অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে খেয়া পারাপারের নৌকা দুটি নিয়ে যান।
হেদায়েতুল্লাহ আরও জানান, ঘটনার বিষয়ে জানিয়ে তারা সাভার মডেল থানায় অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং বিষয়টি তদন্ত চলছে।
আপনার মূল্যবান মতামত দিন: