মির্জাপুরে এক গৃহবধূর কোল জুড়ে ৪ টি সন্তান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫ ১৯:০৪ পিএম

সংগৃহীত ফটো

টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে গত রোববার সন্ধ্যায় এক গৃহবধূ ৪ সন্তান প্রসব করেছেন।হাসপাতালে অস্ত্রপচারের মাধ্যমে বাচ্চা প্রসব করেন।তবে,চার সন্তানের মধ্যে এক সন্তান মারা গেছেন।

শামীম মিয়া,টাঙ্গাইল প্রতিনিধি: জানাগেছে তাদের বাড়ি বাসাইল উপজেলার জতুকী গ্রাম।ঐ গ্রামের প্রবাসী রতি সরকারের স্ত্রী আখি সরকার(২১)।

ওই গৃহবধূর ভাবি('বড় জা')শিল্পী রানী সরকার সাংবাদিকদের জানান,গত ১৫ বছর পর আমাদের ঘর আলোকিত করে ৩ সন্তান পৃথিবীতে এসেছে।তাদের ৩ জনের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রত্যাশা করেন তিনি।

পরিবার সুত্রে জানা যায়,১৫ বছর আগে রতি-আখি দম্পতির বিয়ে হয়।বিয়ের ১ বছর পর ছেলে সন্তান হলেও প্রসবের ৪দিন পর তার মৃত্যু হয়। তারও এক বছর পর তাদের এক মেয়ে সন্তান হয়।অপরদিকে বিয়ের ১৫ বছর পর একসাথে ৪ সন্তান প্রসব করে আখি।এরমধ্যে ৩ সন্তান জীবিত ও ১ সন্তান মৃত প্রসব করেন। এতে তাদের পরিবারে বইছে খুশির আনন্দ।

এ ব্যাপারে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের ডাক্তার(ইন্টার্নি)এনআইসিইউ'র দায়িত্বে থাকা ডাক্তার নাজিয়া জানান,বাচ্চা ৩টির ওজন কম আছে।তাদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে(এনআইসিইউ)রাখা হয়েছে।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর