ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে সকল ধর্মের মানুষ স্বাধীন ভাবে ধর্মীয় উৎসব পালণ করছে

পাইকগাছায় শিব ঠাকুরের স্নানান উৎসবে - আমিরুল ইসলাম কাগজী
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় শিব ঠাকুরের স্নানান উৎসবে প্রধান অতিথির বক্তব্য
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর আমিরুল ইসলাম কাগজী বলেছেন, জুলাই আগষ্ট আন্দোলনে ফাসিষ্ট সরকারেরব পতনেরব পর সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব পালণ করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য ফ্যাসিবাদের দোষররা নানামুখী চক্রান্ত করেছিল। কিন্তু সরকার ও জাতীয়তাবাদী শক্তির সম্মিলিত প্রচেষ্টায় সেসব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়।
সোমবার বেলা ১১ টায় খুলনার পাইকগাছার সুরিখালী মন্দিরে মাস ব্যাপী চৈত্র সংক্রান্তি উপলক্ষে শিব ঠাকুরের স্নান উৎসবের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি দেবব্রত মন্ডল।
উপজেলার গড়ইখালী ইউনিয়নের শুড়িখালীস্থ রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠানে খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার সনাতনী ধর্মের ভক্তানুরাগীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক পঙ্কজ রায়ের সঞ্চলনয় বক্তব্য রাখেন বিজয় রায় মন্ডল,রঞ্জিত রায়,শিব বিকাশ মন্ডল,সুকুমার মন্ডল, রমেশ মন্ডল।
এর পুর্বে সকাল ১০ টায় চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, চান্নির চক মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষক ও গড়ইখালী শহীদ আয়ুব- মুছা কলেজে শিক্ষকদের সাথে পৃথক পৃথক অনুষ্ঠানে মতবিনিময় করেন।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: