মিরসরাইয়ে কৃষকদলের নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন কৃষকদলের চট্টগ্রামের মিরসরাই উপজেলা আহবায়ক মো. আশরাফ উদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রযুক্তিগত এপসের মাধ্যমে ভিডিও এডিট ও মিথ্যা প্রচার-প্রচারণা চালিয়ে সাইবার বুলিংয়ের অভিযোগ করেন তিনি।
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: জানা গেছে, চারটি ফেসবুক আইডি এবং একটি ফেসবুক পেজ পরিচালনাকারীদের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ভুক্তভোগী উপজেলা কৃষকদলের আহবায়ক মো. আশরাফ উদ্দিন। রবিবার (৬ এপ্রিল) মিরসরাই থানায় তিনি অভিযোগ দায়ের করেন।
সাধারণ ডায়েরী এজাহারে তিনি উল্লেখ করেছেন (৬ এপ্রিল) রবিবার আনুমানিক ৮ টায় তিনি মিরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পূর্ব মায়ানী নিজ বাড়ি থাকা অবস্থায় তার শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে জানতে পারেন উল্লেখিত kazi kazi noor, Ziauddin bablu miyazi, Anower Hasan, Mirsarai news desk এর ফেসবুক আইডি ও পেজ থেকে ছবি প্রযুক্তিগত অপব্যবহার মাধ্যমে এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ছবি, ভিডিও বানিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে।
এবিষয়ে মিরসরাই উপজেলা কৃষকদলের আহবায়ক মো. আশরাফ উদ্দিন জানান, চারটি ফেসবুক আইডি ও একটি পেজ থেকে আমার বিরুদ্ধে চরম মানহানিকর বিভ্রান্তিমূলক তথ্য, প্রযুক্তিগত এপসের অপব্যবহারের মাধ্যমে এডিটেড ভিডিও ও এডিটেড ছবি পোস্ট করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের কারণে আমার ব্যক্তিত্ব ও চরিত্রের অপূরণীয় ক্ষতি হয়েছে। এমন ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ প্রচারণা আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়-প্রতিপন্ন করা হচ্ছে। এমনকি আমি চরম মানহানির শিকার হচ্ছি।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ফেসবুকে অপপ্রচারের বিষয়ে আশরাফ উদ্দিন নামে এক ব্যক্তি সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: