রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত; আশংকাজনক আরো আট (লাইভ)
নিউজ ডেস্ক
প্রকাশিত:
০৭ এপ্রিল ২০২৫ ০২:০৪ এএম
আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ৫:০৮ এএম
আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ৫:০৮ এএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৬ নং রাণীহাটি ইউনিয়ন শাখা জামায়াতের শিক্ষা সফরের ২ টি বাস রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক দূর্ঘটনার শিকার হয়। এতে অন্তত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ও আশংকাজনকভাবে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন আট জন। আহত আরো অনেকে মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। রোববার দিবাগত রাত ১২.০৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
রবিবার রাত ১১ টায় বরিশাল ও পিরোজপুরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত ও শিক্ষা সফরের উদ্যেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর থানার রানীহাটি ইউনিয়ন শাখার দুইটি বাস রওয়ানা দেয়। রাত ১২.০৫ মিনিটের দিকে রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ট্রাক ধাক্কা দেয় বাস দুটিকে, একটি বাস পাশের খাদে পানিতে পড়ে যায়।
সর্বশেষ খবর অনুযায়ী দূর্ঘটনায় ঘোড়াপাখিয়ার নাসিম, জুয়েল ও রামচন্দ্রপুরহাট এর মিজানুর মনোহারী নামে ৩ জন ইন্তেকাল করেছেন। প্রায় আট জনের অবস্থা আশংকাজনক। অনেকেই গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লাইভ লিংকঃ
এআরএস
আপনার মূল্যবান মতামত দিন: