পটুয়াখালী কলাপাড়ায় গৃহবধূ নিখোঁজের রহস্য উন্মোচন।

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫ ১৬:০৪ পিএম

সংগৃহীত ফটো

খুন কিংবা অপহরণ নয় গোয়েন্দা তদন্তে বেরিয়ে এলো কলাপাড়ায় গৃহবধুর নিখোঁজ হওয়ার আসল রহস্য।

জাহিদ তালুকদার, পটুয়াখালী প্রতিনিধি: তিন সন্তানের জননী নুপুর আক্তার আঁখিকে এবং তার পরকীয়া প্রেমিক হাসান মাহমুদকে ডিবি পুলিশ গতকাল শনিবার (৫ এপ্রিল) রাতে গ্রেপ্তার করেছে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর গ্রামের একটি বাড়ি থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করে। তারা এখন কলাপাড়া থানা হাজতে রয়েছেন।

রহস্যে ঘেরা চাঞ্চল্যকর এ ঘটনায় দায়ের করা অপহরণ মামলায় পরকীয়ার জেরে পলাতক আঁখির স্বামী, দেবর. ননদসহ ৭ জন বর্তমানে জেল হাজতে রয়েছেন। কথিত অপহরণের চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালানোই ছিল ওই গৃহবধুর মূল উদ্দেশ্য। বিষয়টি এখন কলাপাড়ার টক অফ দা টাউনে পরিণত হয়েছে।

এর আগে গত বুধবার ২ এপ্রিল রাতে উপজেলার পশ্চিম চাকামইয়া গ্রামে স্বামী আলমগীর সিকদারের বাড়ি থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয় নুপুর আক্তার আঁখি। সে ননদের সঙ্গে ঘুমিয়ে ছিল। মধ্যরাত থেকে সে নিখোঁজ হয়। ঘরের মেঝেসহ দরজার সামনে পড়েছিল রক্ত, ছিল পড়ে থাকা রক্তের দাগ। গোটা বিষয়টি আলোড়ন তোলে।

এ ঘটনায় আখিঁর বাবা আলমগীর হাওলাদার খুনের উদ্দেশ্যে তার মেয়েকে অপহরণের অভিযোগ এনে কলাপাড়া থানায় একটি মামলা করেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে ডিবি পুলিশ জানায়। পরবর্তীতে বিস্তারিত তথ্য গণমাধ্যম কর্মীদের জানানো হবে।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর