ফ্যাসিবাদকে পুনর্বাসনের প্রচেষ্টা বরদাশত করা হবে না: জামায়াত

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫ ০৯:০৪ এএম

নতুন বাংলাদেশে ফ্যাসিবাদকে পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার সন্ধ্যায় খুলনার ডুমুরিয়া উপজেলায় ধামালিয়া ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

গোলাম পরওয়ার বলেন, এদেশের মানুষ আর কোনো স্বৈরাচারকে ক্ষমতায় দেখতে চায় না। নতুন বাংলাদেশ গড়তে সৎ, যোগ্য, দেশপ্রেমিক লোক এখন সময়ের দাবি। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ ধরনের লোকই তৈরি করছে।

তিনি বলেন, বিগত সরকার উন্নয়নের কথা বলে বিদেশে টাকা পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে। চেতনার কথা বলে জাতিকে দুই ভাগে বিভক্ত করে জাতীয় ঐক্য ও উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে।

জামায়াত সেক্রেটারি বলেন, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে। বিগত জালিম সরকারের আমলে আমরা ১১ জন শীর্ষ নেতাকর্মীকে হারিয়েছি। ৫ শতাধিক মানুষ পঙ্গু হয়েছে। হাজার হাজার মানুষ হামলা-মামলার শিকার হয়ে দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল। আগস্টের ১ তারিখ আমাদের নিষিদ্ধ করা হয়। ৪ দিন পর আল্লাহ তায়ালার বিচার হয়েছে। জুলাই বিপ্লবে ছাত্রদের সঙ্গে আমরাও ছিলাম। জালিমের মাথা আল্লাহ গুঁড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, দীর্ঘদিন পর উন্মুক্তভাবে ঈদ আনন্দ উদযাপন করতে পারছি। এবারের ঈদে বাংলাদেশের মানুষ অত্যন্ত খুশি ও আনন্দিত। এ ধরনের পুনর্মিলনী অনুষ্ঠান পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে তোলে এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর