দোকানের চুরি হওয়া নগদ অর্থ সহ ৪ জন চোরকে গ্রেফতার করেছে পুলিশ

দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশের সাঁড়াশি অভিযানে দোকানের চুরি হওয়া নদগ অর্থ, সিম ও মিনিট কার্ড সহ ৪ জন চোরকে জনতা আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে তাদের গ্রেফতার করে নিয়ে যায় হাকিমপুর থানা পুলিশ।
কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধিঃ শুক্রবার (২৮ মার্চ) উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের মংলাবাজারে একই দোকানে আবারও চুরি করতে গেলে জনতার হাতে ধরা পড়ে যায় ৪ জন চোর।পরে পুলিশকে খবর দিলে পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া নগদ অর্থ, সিম ও মিনিট কার্ড সহ চার জনকে চোরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, খট্রামাধবপাড়া ইউনিয়নের মংলা এলাকার আফতাব এর ছেলে জহুরুল আলম (২১) একই ইউনিয়নের সাঁতকুড়ি এলাকার খলিলের ছেলে শাহাজুল (৩৫), নওদাপাড়া এলাকার মাহাতাব আলীর ছেলে তাইজুল ইসলাম (৩৪) ৩। মোঃ তাইজুল ইসলাম (৩৪), এবং পার্শবর্তী কালাই উপজেলার দুরন্জ গ্রামের কেসমত সরদারের ছেলে আহেদুল ইসলাম (৩৮)।
থানায় মামলার এজহার সূত্রে গত ১৪ মার্চ শুক্রবার উপজেলার মংলা বাজারের সুমী গার্মেন্টস এন্ড টেলিকম ব্যবসা প্রতিষ্ঠানের মালিক জুম্মার নামাজ আদায় এর জন্য দোকানের শাটার বন্ধ করে মসজিদে যায়। সুযোগ বুঝে দোকানের উপরে টিনশেট ও বাতা কেটে দোকানের ভিতরে প্রবেশ করে সব কিছু চুরি করে নিয়ে যায়। নামাজ শেষে দোকানের শাটার খুলে ভিতরে গিয়ে দেখে তার দুটি ক্যাশ বাক্স ভাঙ্গা জিনিসপত্র এলোমেলো ছড়ানো ছিটানো। এসময় সে চিৎকার দিলে আশপাশের দোকানিরা চলে আসে এবং তার ক্যাশ বাক্সে গচ্ছিিত বিকাশ, নগদ ও কাপড় বিক্রয়ের ৩,২০,৫০০(তিন লক্ষ বিশ হাজার পাঁচশত) টাকাসহ বিভিন্ন সিম কোম্পানির মিনিট ও জিবি কার্ড অনুমান ১০,০০০(দশ হাজার) টাকা সর্বমোট ৩,৩০,৫০০(তিন লক্ষ ত্রিশ হাজার পাঁচশ টাকা চুরি হয়ে যায়। পরে দোকানের মালিক নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে গত ২৮ মার্চ আবারও একই দোকানে চুরি করতে গেলে জনতার হাতে ধৃত হয় চোর।
মামলার তদন্তকারী অফিসার এসআই মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞা দিকনির্দেশনা মোতাবেক মামলটি তদন্ত কালে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের মাধ্যমে জানতে পাই যে, গত ২৮ মার্চ শুক্রবার পুনরায় একই দোকানে চুরি করতে গেলে আসামীদের আটক করা হয়েছে। পরে অভিযান চালিয়ে আসামী মোঃ জহুরুল আলমের বসত বাড়ী থেকে চুরি হওয়া বিভিন্ন টাকার নোট সহ চুরি হওয় ১২৬০৭০ (এক লক্ষ ছাবিবস হাজার সত্তর) টাকা, বিভিন্ন কোম্পানির সিম, মিনিট কার্ড ও জিবি কার্ড সহ ৭,১৬০ (সাত হাজার একশত ষাট) টাকা, গ্রেফতারকৃত আসামী মোঃ জহুরুল আলম এর দেখানো ও নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে উদ্ধার করি।
পরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত চার জন আসামীকে আজ দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: