পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চাপ থাকলেও ভোগান্তি নেই

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫ ০২:০৩ এএম

ফাইল ফটো

ঈদের দিন যত ঘনিয়ে আসছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রীর চাপ তত বাড়ছে। শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে এমন চিত্র দেখা যায়।

জানা যায়, ঘরমুখো যাত্রী ও যানবাহন পারাপারে নৌপথে ছোট বড় ও মাঝারি মিলে ১৭টি ফেরি চলাচল করছে। এছাড়াও এ নৌপথে চলছে ২০টি লঞ্চ। ফলে এবার স্বস্তিতেই বাড়ি ফিরছে ঘরমুখো হাজারো মানুষ।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের সুপারভাইজার পান্না লাল নন্দী বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের লঞ্চঘাটে যাত্রীদের ভিড় বাড়লেও চাপ নেই। এ নৌপথে ২০টি লঞ্চ চলাচল করছে। 

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, ঈদকে সামনে রেখে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আজকে সকাল থেকেই যাত্রী ও যানবাহনের সংখ্যা বাড়ছে। তবে ঘাট এলাকায় যাত্রী বা যানবাহনগুলোকে আগের মতো দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না। ঘাট পার হতে আসা যানবাহনগুলো সহজেই ফেরিতে উঠে যাচ্ছে। ফলে যানবাহন ও যাত্রীদের কোনো ভোগান্তি পোহাতে হয়নি।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১১ টি রো রো, ২ টি ইউটিলিটি, ১টি কে টাইপ, ৩টি ছোট ফেরিসহ মোট ১৭টি নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারে চলাচল করছে। 

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর