মুন্সীগঞ্জে বেদে পল্লিতে অভিযান চালিয়ে ১৮ মাদক কারবারীকে আটক।

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ মার্চ ২০২৫ ১৭:০৩ পিএম

সংগৃহীত ফটো

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রায় শুক্রবার ভোর ৫ টা হতে বেলা সাড়ে সাতটা পর্যন্ত আড়াই ঘন্টাব্যাাপী মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে।

রুবেল ইসলাম তাহমিদ মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদ্যোগে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ১৮ জনকে আটক করা হয়। এ সময় ১০০ গ্রাম গাজা, ৭৩০ পিছ ইয়াবা, ৪ গ্রাম আইস, ২৫ গ্রাম হেরোইন, বাটন মোবাইল ফোন ১২ টি, এন্ড্রোয়েড ১৩ টিসহ মাদক বিক্রির নগদ দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো মোঃ রাজন ইসলাম (২২), ২। আবু তালহা (১৪), ৩। মোসাঃ ঝিনুক (২২), ৪। মোসাঃ সুমনা (৩৫) ৫। ফারজানা আক্তার (৩৫), ৬। ওমর ফারুক (৩৭) ৭। আজিজুল (১৭), ৮। মোঃ আকাশ (২৭) ৯। মোঃ নিরব (২০) ১০। মোঃ রানা (২০), ১১। মোঃ এনামুল (৫৫) ১২। মোঃ মাগরিব (২৪) ১৩। মোয়াজ্জেম মাল (৫৫) ১৪। মোঃ রাকিব হোসেন ১৫। দুলাল বেপারী (২২) ১৬। মোঃ জুয়েল (৪৯) ১৭। মোঃ আওলাদ হোসেন (২৬) ১৮। মাহিন মোল্যা (১৯) ।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে গোয়ালিমান্দ্রা মাদক ব্যবসার জন্য কুখ্যাত ছিল। এই বিশেষ অভিযানের মাধ্যমে সেখানে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ব্যাপারে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হারুন অর রশিদ বলেন অভিযান চালিয়ে মোট ১৮ জনকে আটক করা হয়েছে। মাদক আইনে মামলা দিয়ে তাদের আদালতে প্রেরণ করা হচ্ছে ।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর